হারুন এখন নারায়ণগঞ্জের এসপি

ভোটের আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন হারুন অর রশীদ, যাকে নিয়ে বিভিন্ন সময়ে আপত্তি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠপ্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 01:34 PM
Updated : 2 Dec 2018, 02:45 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনারের দায়িত্বে থাকা এ পুলিশ কর্মকর্তাকে রোববার নারয়ণগঞ্জে বদলির আদেশ জারি করা হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জের এসপি মো. আনিসুর রহমানকে সহকারী পুলিশ মহা পরিদর্শক হিসেবে ঢাকার পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আরেক আদেশে বরিশালের উপ পুলিশ মহাপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।

এ তিন কর্মকর্তা বদলি/পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

হারুন এক সময় ঢাকা মহানগর পুলিশে ছিলেন। তখন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের উপর হামলার ঘটনায় আলোচিত হন তিনি।

গত মে মাসে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের সময় হারুন অর রশীদ ছিলেন গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্বে। তখন বিএনপি তাকে সরানোর দাবি জানালেও সরকারের সাড়া পায়নি।

পরে অগাস্টের শুরুতে তাকে গাজীপুর থেকে তাকে বদলি করে ঢাকা মহানগর পুলিশে পাঠানো হয়।

নতুন পদায়ন সম্পর্কে জানতে চাইলে হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়নের চিঠি পেয়েছেন। সোমবার সকালেই সেখানে যোগ দেবেন তিনি।