‘প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায়’ স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2018 09:30 PM BdST Updated: 27 Nov 2018 09:30 PM BdST
পুরান ঢাকার ওয়ারিতে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সোহেল নামের ওই যুবক রোদেলা
শারমিন (১৫) নামের মেয়েটিকে ‘বটি দিয়ে কুপিয়ে হত্যা
করেছে’ বলে পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন জানিয়েছেন।
শারমিন কে
এম
দাশ
লেনের
একটি
বাড়িতে
তার
পরিবারের
সঙ্গে
থাকতেন। ওই এলাকার শহীদ কাজী আরেফ আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি
পরীক্ষার্থী ছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ।
শারমিনের বাবা কয়েক বছর আগে মারা গেছেন, মা অন্যদের বাসায় কাজ করে সংসার চালান। তার ছোট একটি ভাই রয়েছে।
নিহতের মামা মো. স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেলের কে এম দাশ লেনে ঠোঙার দোকান রয়েছে। শারমিনদের বাসাও ওই রোডে।
“দুই দিন আগেও সোহেল শারমিনকে ফোন
দিয়ে
হুমকি
দেয়
যে,
তার (সোহেল) প্রেমে সাড়া না দিলে তাকে হত্যা করা হবে।”
ওয়ারি থানার ওসি আজিজুর রহমান বলেন, মঙ্গলবার শারমিনের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বিকালে কয়েকজন সহপাঠীর সঙ্গে ‘হৈ-হুল্লোড়’ করতে করতে কে এম দাস লেনের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় সোহেল হামলা চালায়।
বিকেল সাড়ে ৩টার দিকে গোপীবাগ রেললাইনের পাশে শারমিনের ওপর হামলা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা নুরুল আমিন বলেন, “সোহেল শারমিনের ঘাড়ে বটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ সময় উপস্থিত লোকজন সোহেলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বলে
জানান তিনি।
পিটুনিতে আহত সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
-
ডিএনসিসির হাসপাতাল হবে সবচেয়ে বড়, চালু রোববার
-
ইফতারের জন্য ‘এক ঘণ্টার ছুটি’ চেয়েছিলেন বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা
-
হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে কোভিড রোগীর আত্মহত্যা
-
দেশের চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী
-
দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার
-
লকডাউনের ‘কড়াকড়িতে’ কমেছে পরীক্ষা
-
বাংলা চলচ্চিত্রের বিকাশে কবরীর অবদান অবিস্মরণীয়: রাষ্ট্রপতি
-
বাংলাদেশিদের ওপর ফের ভিসা নিষেধাজ্ঞা দক্ষিণ কোরিয়ার
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার