নাটোরের সেই ডিসি ওএসডি

নারী ম্যাজিস্ট্রেটকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে থাকা নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ গোলামুর রহমানকে ওএসডি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 12:22 PM
Updated : 26 Nov 2018, 12:22 PM

২০তম বিসিএস ব্যাচের উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে ওএসডি করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজকে নাটোরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ডিসি গোলামুর রহমানের বিরুদ্ধে এক নারী ম্যাজিস্ট্রেট যৌন হয়রানির অভিযোগ করেন। গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগও দিয়েছেন তিনি।

গত ২ নভেম্বর ওই নারী ম্যাজিস্ট্রেট নাটোর থেকে বদলির পর ডিসি কর্তৃক যৌন হয়রানির বিষয়টি প্রকাশ পায়।

মন্ত্রণালয়ের পাঠানো অভিযোগপত্রে তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর নাটোরের ডিসি হিসেবে যোগ দিয়ে গোলামুর রহমান তাকে সাধারণ ও ট্রেজারি শাখা থেকে সংস্থাপন শাখায় বদলি করেন।

পরে সংস্থাপন শাখায় রক্ষিত কর্মকর্তাদের ব্যক্তিগত নথি নিয়ে ওই নারী ম্যাজিস্ট্রেটকে একান্তে বসে কথা বলতে বলেন ডিসি। এছাড়া রাতে ডিসির বাংলোয় অথবা সার্কিট হাউজে আসার কথা বলেন।

ওই নারী ম্যাজিস্ট্রেট ডিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরে ম্যাসেঞ্জার ও মোবাইল ফোনে এসএমএস করে আপত্তিকর প্রস্তাব দেন বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।