এসএসসির ফরম পূরণ নিয়ে হাজারো অভিযোগ দুদকে

এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি আদায়ের হাজারো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 05:12 PM
Updated : 20 Nov 2018, 05:12 PM

এসব অভিযোগ নিয়ে দুদক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “অতিরিক্ত ফি নেওয়া হয়েছে, যদি কেউ ফেরতের কথা বলে 'ইটস রং'। অপরাধ সংগঠিত হয়ে গেছে, ফেরতের কোনো বিষয় না। দুদকে কয়েক হাজার অভিযোগ এসেছে। আমরা অ্যাকশনে যাব।”

ইকবাল মাহমুদ বলেন, "কোথাও তিন হাজার কোথায় চার হাজার, এক সাবজেক্টে দুই হাজার (টাকা)। এটা তো হতে পারে না। আমরা হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট কিভাবে করব?

“যারা দেশের আইন মানছে না, দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছেন। এসকল লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।"
তিনি বলেন, "আমাদের কঠোর বার্তা, মন্ত্রণালয়ও কঠোর আমরাও কঠোর। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সব জায়গায় অফিস নেই। তবুও আমরা চেষ্টা করি।

“সমাজে একটা মেসেজ যাওয়া দরকার। বাচ্চাদের লেখা পড়া দরকার। ফেল করলে হবে না। জ্ঞান অর্জন করতে হবে, ফেল করলে তো জ্ঞান অর্জন হবে না। শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছেন, শিক্ষামন্ত্রী ব্যবস্থা নেবেন।"