প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন দুই দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসেন এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 09:14 AM
Updated : 20 Nov 2018, 09:14 AM

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

ছবি: বাসস

রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরিয়ে নেওয়া উচিৎ বলে মনে করছেন ডেনমার্কের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীও নির্যাতনের মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের উন্নয়নের জন্য ডেনমার্ক কাজ করে যাবে বলেও এসময় জানান নতুন রাষ্ট্রদুত। দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে বলেও আশা করেন তিনি।

এসময় বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন উইনি। 

অন্যদিকে রোহিঙ্গা সঙ্কটে জাতিসংঘ সনদের প্রতি দক্ষিণ কোরিয়ার সমর্থনের কথা জানান দেশটির নতুন রাষ্ট্রদূত।

রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে ৫ লাখ ডলার সহায়তা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হু বলেন, বাংলাদেশ তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে যে গুরুত্ব দিচ্ছে তাতে দক্ষিণ কোরিয়াও সহায়তা করতে পারবে।

প্রধানমন্ত্রী এসময় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।