পাইরেটেড সিডি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ২৭

ঢাকার গুলিস্তান, পল্টন ও কদমতলী থেকে পাইরেটেড সিডি, সিডি কপিরাইট মেশিন ও পাইরেসি সরঞ্জামসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:51 PM
Updated : 19 Nov 2018, 05:54 PM

তারা হলেন- গিয়াস উদ্দিন (২৭), মো. শাহিন (২৮), মো. রায়হান উদ্দিন (২৬), টিপন চন্দ্র হাওলাদার (২৬), তারেক হোসেন (২০), সম্রাট হোসেন (২১), মিজানুর রহমান (২২), সোহাগ হোসেন (৩০), নুর উদ্দিন (৪০), মো. রানা (২২), রাকির হোসেন (২৩), নাঈম উদ্দিন ভূঁইয়া (২৪),  শেখ সালাহ্উদ্দিন (২৮), মো. জাফর (৩০), মামুন হোসেন (২২), আব্দুল আল মামুন (২৫), রোকন উদ্দিন (২৮), মো. অপু (২৬), মো.মনির (২০), মো. রায়হান (২৫), আব্দুল কাইয়ুম (২১), আকবর হোসেন (২২), নাইমুল ইসলাম (১৯), পিন্টু মিয়া (২৪), মো. শাকিল (৩৩), সাইফুল ইসলাম (২৪) ও আনোয়ার হোসেন (২৪)।
রোববার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার বিকালে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান র‌্যাব-৩ এর অধিনায়ক এমরানুল হাসান।

তিনি বলেন, তাদের কাছ থেকে  ৩৫ মনিটর, ৩৩ সিপিইউ, সিডি কপিরাইট ৬টি মেশিন ও ১৯ হাজার ৭৬৪টি পাইরেটেড সিডি উদ্ধার করা হয়।
“গিয়াস উদ্দিন এই চক্রের মূল হোতা। সে আগেও গ্রেপ্তার হয়েছিল।”
সংবাদ সম্মেলনে প্রযোজক মোরশেদ আলম খসরু বলেন, “আমি ২৩টি ছবি বানিয়েছি, কিন্তু একটি ছবিও পাইরেসির হাত থেকে রক্ষা পায়নি।”
অভিনেতা জায়েদ খান ও সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে র‌্যাবকে ধন্যবাদ জানান।