অর্থমন্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইসির মানা

একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশ না নিতে বলেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 07:09 PM
Updated : 15 Nov 2018, 07:09 PM

তবে ‘অরাজনৈতিক প্রকল্প’ হওয়ায় উদ্বোধন অনুষ্ঠানে আপত্তি নেই সাংবিধানিক সংস্থাটির।

ঢাকায় অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে ১৭ নভেম্বর শনিবার।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল গেজেটে প্রকাশ পর্যন্ত মন্ত্রী-এমপিদের ফলক উন্মোচনেও নিষেধাজ্ঞা রয়েছে আচরণবিধিতে।

ঐতিহ্য অন্বেষণ (প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র) ১১ নভেম্বর ‘ভাই গিরিশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ইসির উপ সচিব আতিয়ার রহমান চিঠি পাঠিয়ে কমিশনের সিদ্ধান্ত সংস্থাটির নির্বাহী পরিচালককে জানিয়ে দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অন্বেষণ সংস্থার উদ্যোগে ভারতীয় হাই কমিশনের অর্থায়নে আয়োজিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় তাতে আপত্তি নেই। তবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকতে পারবেন না অর্থমন্ত্রী।

৬ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের বিষয়ে বুধবার কমিশনের কাছে মতামত চেয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭তম, ১০৮তম এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা রয়েছে।

এ বিষয়ে অনাপত্তি জানিয়ে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।