উত্তরায় কাটা পড়া গ্যাস লাইন তিন ঘণ্টা পর মেরামত

উত্তরার হাউজবিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের পাইলিং করতে গিয়ে গ্যাস সঞ্চালন পাইপ কাটা পড়ার তিন ঘণ্টা পর তা মেরামত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 06:48 PM
Updated : 15 Nov 2018, 06:48 PM

বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনার পর উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বিকট শব্দে গ্যাস নির্গত হচ্ছে। আমরা আশেপাশের এলাকা নিরাপদ রাখার ব্যবস্থা করি, যাতে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায়।”

তিনি জানান, এর আগে গত ৬ নভেম্বর একই জায়গায় পাইলিং করতে গিয়ে গ্যাসের বিতরণ পাইপ লাইন ফেটে গ্যাস নির্গত হয়েছিল।

সংশ্লিষ্ট গ্যাস অফিসের সাথে সমন্বয় করে কাজ করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।