চক্ষু শিবিরে চোখ হারানোদের ক্ষতিপূরণের অঙ্ক আপিলেও বহাল

চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে অস্ত্রোপচারের পর চোখ হারানো ১৭ জনকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের হাই কোর্টের রায়ই বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 06:19 PM
Updated : 15 Nov 2018, 06:22 PM

হাই কোর্টের রায়ে ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার এবং অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধের আমদানিকারক প্রতিষ্ঠান আইরিশ এন্টারপ্রাইজকে সমান হারে (৫ লাখ টাকা করে) এই ক্ষতিপূরণের টাকা দিতে বলা হয়েছিল।

প্রতিষ্ঠানটি ‘অরব্লু-ডাই’ নামের ওষুধটি আমদানি করেছিল; যেটি অস্ত্রোপচারের সময় ব্যবহার করেছিল ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার।

হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আইরিশ এন্টারপ্রাইজের মালিক প্রদীপ কুমার সাহার করা আবেদনে বৃহস্পতিবার ‘নো অর্ডার’ দেয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

ফলে হাই কোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ নভেম্বরের মধ্যে ওষুধের এই প্রতিষ্ঠানকে চোখ হারানো ১৭ জনের প্রত্যেককে সমান হারে ৫ লাখ টাকা দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আইরিশ এন্টারপ্রাইজের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রিট আবেদনকারীর পক্ষে আবেদনকারী আইনজীবী অমিত দাশগুপ্ত নিজেই ছিলেন। ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ছিলেন আইনজীবী তানিয়া আমীর।

অমিত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার চোখ হারানো ১৭ জন ক্ষতিগ্রস্ত আরও ৩ জনসহ মোট ২০ জনকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে। ১৩ নভেম্বর তারা এ টাকা পরিশোধ করেছে বলে আজ সর্বোচ্চ আদালতে প্রতিবেদন দাখিল করেছে।”

এ আইনজীবী বলেন, “এক পক্ষ ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেছে বলে আইরিশ এন্টারপ্রাইজের আবেদনে সর্বোচ্চ আদালত নো অর্ডার দিয়েছে, বিষয়টি এমন না। মূলত বাজারে নিবন্ধনবিহীন ওষুধ সরবরাহ করায় আদালত আবেদনটিতে ‘নো অর্ডার’ দিয়েছে।

“ফলে হাই কোর্টের রায় অনুযায়ী আগামী ২১ নভেম্বরের মধ্যে আইরিশ এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা করে ক্ষতিগ্রস্ত ১৭ জনকে দিতে হবে।”

গত ২১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে অস্ত্রোপচারের পর চোখ হারানো ১৭ জনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে রায় দেয়।

সে রায় স্থগিত চেয়ে আইরিশ এন্টারপ্রাইজ চেম্বার আদালতে আবেদন করলে গত ১১ নভেম্বর চেম্বার বিচারপতি নুরুজ্জামানের আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন।

হাই কোর্ট রায়ে চোখ হারানো ১৭ জনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি চোখ হারানো ১৭ জনসহ অস্ত্রোপচারের পর সংক্রমণের শিকার আরও তিন রোগীকে (মোট ২০ জন) আজীবন বিনামূল্যে চিকিৎসা দিতে ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারকে নির্দেশ দেয়।

রায়ে আদালত বলে, ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের বাইরে অন্য কোনো হাসপাতালে এই ২০ জনের চিকিৎসার প্রয়োজন হলে, সে চিকিৎসাও নিশ্চিত করতে হবে। সে চিকিৎসার ব্যয়ও ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারকেই বহন করতে হবে।

গত ২৯ মার্চ দৈনিক সমকালে প্রকাশিত ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইজীবী অমিত দাশগুপ্ত এই রিট আবেদন করেন।