ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ঘ' ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃভর্তি পরীক্ষা হবে শুক্রবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 03:50 PM
Updated : 15 Nov 2018, 03:50 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ নভেম্বর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী এই পুন:ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এধরণের কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।  

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় আগের পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় বার পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।