আইওএনএস সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন নৌবাহিনী প্রধান

ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) দশ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে ভারতে গেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 02:00 PM
Updated : 12 Nov 2018, 02:00 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌবাহিনী প্রধানকে বিদায় জানান।

আইওএনএসের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা আগামী ১৩ ও ১৪ নভেম্বর ভারতের কোচিতে দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবে।

সমুদ্র খাতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং আইওএনএস সদস্যভূক্ত দেশসগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ‘ব্লু ইকোনমি’ ধারণাকে সঠিক ভাবে প্রয়োগ এই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এই সফরে ভারতীয় নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া আইওএনএসের সদস্য বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।