ইভিএম বিধিমালাও চূড়ান্ত হল

অধ্যাদেশ জারির চার দিনের মাথায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এখন আইনমন্ত্রণালয়ে ভেটিং শেষে তা গেজেট আকারে জারি করবে ইসি সচিবালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 12:21 PM
Updated : 4 Nov 2018, 04:57 PM

ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, রোববার কমিশনের ৩৮তম মুলতবি সভায় ইভিএম বিধিমালা চূড়ান্ত করা হয়।

বিকাল ৩টা থেকে শুরু হওয়া ওই সভা এক ঘণ্টার বেশি সময় ধরে চলে। প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাতে অংশ নেন।

তফসিল কবে নাগাদ ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকালে আরেক দফা বসার কথা রয়েছে কমিশনের।

স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম চালুর আট বছর পর প্রথমবারের মতো সংসদ নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহার হবে। ২০১০ সালের জুন মাসে স্বল্প পরিসরে চট্টগ্রাম সিটি নির্বাচনে ইভিএম চালু হয়।

২০১৫ সালে এসে ওই ইভিএম বন্ধ হয়ে যায়। পরে নতুন ইভিএম তৈরি করে ইসি। ২০১৬ সালে রংপুর সিটি নির্বাচনে তা চালু হয়। এর দুবছরের মাথায় সংসদে এ যন্ত্র ব্যবহারের পথ করতে আইন সংশোধনের পর বিধিমালাও চূড়ান্ত হল রোববার।

’জাতীয় সংসদ নির্বাচন ইভিএম বিধিমালা ২০১৮’ এ রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোট গণনা, ফল একীভূতকরণসহ নানা বিষয়ে নির্দেশনা রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, আইনি ভিত্তি পাওয়ার পর স্বল্প পরিসরে এ প্রযুক্তি ব্যবহার হবে। আগামী নির্বাচনে কয়টি কেন্দ্রে তা ব্যবহার করা হবে তা কমিশন চূড়ান্ত করবে। দ্বৈবচয়ন পদ্ধতিতে এসব কেন্দ্র বাছাই করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন সিইসি।