মইনুলকে গ্রেপ্তার রাজনৈতিক কারণে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মইনুল হোসেনকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 02:43 PM
Updated : 23 Oct 2018, 05:28 PM

তিনি মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মইনুলকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি। আপনারা ভালো করেই জানেন কটূক্তির কারণে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নারীরা তার বিরুদ্ধে ৭/৮টি মামলা করেছেন।”

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরের এক মামলায় সোমবার ঢাকায় গ্রেপ্তার করা হয় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুলকে।

কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় থাকায় মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ওই জোটের দল বিএনপি।

মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় মইনুলকে। এদিনই খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

নারায়ণগঞ্জে চার যুবকের লাশ পাওয়ার ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আসাদুজ্জামান কামাল।

ওই চার যুবককে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে আগেই তুলে নেওয়া হয়েছিল বলে তাদের স্বজনদের দাবি।

মন্ত্রী বলেন, “এ ঘটনায় যদি আইন শৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়,  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আগেও বলেছি, অন্যায় করে কেউ পার পাবে না।”