মুহিতের নামে উশু চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বুধবার

‘আবুল মাল আবদুল মুহিত মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০১৮’ বুধবার থেকে শুরু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 11:53 AM
Updated : 23 Oct 2018, 11:53 AM

মঙ্গলবার সচিবালয়ে টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টুর্নামেন্টের লোগে উন্মোচন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ কাপ প্রদর্শন করেন।

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই এই প্রতিযোগিতা হবে।

বুধবার টুর্নামেন্ট শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায়; টুর্নামেন্ট শেষ হবে ২৭ অক্টোবর।

আয়োজক কমিটির চেয়ারম্যান, অর্থমন্ত্রীর ভাই এ কে এ মোমেন জানান, টুর্নামেন্টে ৩০টি জেলা টিম ও ৮টি সার্ভিসেস টিম অংশ নেবে। মোট প্রতিযোগীর সংখ্যা ৩৮৬ জন।

বিজয়ীদের মধ্যে মোট ১২৮টি পদক বিতরণ করা হবে জানিয়ে মোমেন জানান, এরমধ্যে ৩৮টি স্বর্ণ ও ৩৮টি রৌপ্য এবং ৫৬টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উশু ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।