খাদ্য অধিদপ্তরে নিয়োগ: ফেইসবুকে ঘুরছে ভুয়া তারিখ

খাদ্য অধিদপ্তরের অধীন ২৪টি ক্যাটাগরিতে এক হাজার ১৬৬টি নন-গেজেটেড পদে নিয়োগ পরীক্ষার ‘ভুয়া তারিখ’ ফেইসবুকে দিয়ে একটি চক্র প্রতারণার চেষ্টা করছে বলে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেছে সরকার। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 03:13 PM
Updated : 22 Oct 2018, 03:22 PM

সোমবার এক সতর্কবার্তায় খাদ্য অধিদপ্তর বলেছে, ওই নিয়োগ পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তারপরও ‘কতিপয় দুষ্টচক্র’ ফেইসবুকে পরীক্ষার একটি তারিখ প্রচার করছে, যা ‘দুরভিসন্ধি ও প্রতারণার কৌশল হতে’ পারে।

“কোনো প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে বিশ্বাস না করার জন্য খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।”

নন-গেজেটেড এসব পদে নিয়োগ দিতে গত ১১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন খাদ্য অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, “নিয়োগের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত আছে। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আবেদনকারীকে সরাসরি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।”

এছাড়া খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dgfood.gov.bd) পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।