ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী মতিউর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 10:30 AM
Updated : 21 Oct 2018, 10:30 AM

আগামী মঙ্গলবার ৭৬ বয়স বয়সী এ রাজনীতিবিদের এনজিওগ্রাম শেষে পরবর্তী চিকিৎসা শুরু হবে বলে তার একান্ত সচিব (পিএস) মোহাম্মদ আনোয়ার হোসাইন জানিয়েছেন।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল, তবে শরীর বেশ দুর্বল।”

গত ১৭ অক্টোবর সড়ক পথে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা ময়মনসিংহে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ধর্মমন্ত্রী। তীব্র জ্বরের সঙ্গে কয়েকবার বমি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই দিনই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে মন্ত্রীর ‘মাইল্ড হার্ট অ্যাটাক’ হয়েছে।

এরপর ১৮ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় মতিউর রহমানকে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে মতিউর রহমানের বাইপাস সার্জারি হয়েছিল। ডায়াবেটিসের সঙ্গে ফুসফুসের সমস্যাতেও ভুগছেন তিনি।

মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ থেকে তার একজন ব্যক্তিগত চিকিৎসক এবং স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন বলে একান্ত সচিব জানান।