২০ হাজার ইয়াবাসহ সোহাগ পরিবহনের চালক গ্রেপ্তার

রাজধানীর মালিবাগ থেকে ২০ হাজার ইয়াবাসহ সোহাগ পরিবহনের এক বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 12:24 PM
Updated : 20 Oct 2018, 12:24 PM

শনিবার সকালে মালিবাগে সাফেনা উইমেন্ট ডেন্টাল কলেজসংলগ্ন নবাবী খানাপিনা নামের রেস্তোরাঁর সামনে থেকে আনিসুল হক দুলাল নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়।

দুলাল ঢাকা-কক্সবাজার রুটে সোহাগ পরিবহনের স্ক্যানিয়া বাস চালান বলে র‌্যাব-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল মালিক জানিয়েছেন।

তিনি বলেন, “দুলালকে যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছেই সোহাগ পরিবহনের কাউন্টার।

র‌্যাব কর্মকর্তা সাইফুল বলেন, “নবাবী খানাপিনার সামনে ইয়াবার বড় একটি চালান লেনদেন হবে- আমাগের কাছে আগে থেকেই খবর ছিল। সকালে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছলে দুলাল দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

“পরে তাকে ধরে তল্লাশি করে তার কাছে ১৯ হাজার ৭২০টি ইয়াবা ট্যাবলেট এবং আট হাজার টাকা পাওয়া যায়।”

তিনি বলেন, “দুলাল জানিয়েছে, ৮০ হাজার টাকার বিনিময়ে সে এই চালানটি কক্সবাজার থেকে ঢাকায় এনেছে। চালানটি অরেকজনের কাছে বুঝিয়ে দেওয়ার পর তার টাকা পাওয়ার কথা ছিল।”

কার কাছে হস্তান্তর এবং কে তাকে এই ইয়াবা দিয়েছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা সাইফুল বলেন, ইয়াবা সংক্রান্ত বেশ কিছু তথ্য তার কাছে পাওয়া গেছে, সেসব যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে র‌্যাব-৩ শুক্রবার মধ্য রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মহানগর ফিলিং স্টেশনের সামনে থেকে আমান উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তিকে ৬৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

আমান চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে করে আসছিলেন র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।