প্রিমিয়ার লিগের খেলা হবে ফরিদপুরেও

ক্লাবগুলোর চাওয়ায় সাড়া দিয়ে আসন্ন প্রিমিয়ার লিগের ভেন্যু বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামসহ মোট সাতটি ভেন্যুতে হবে এবারের লিগের খেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 11:11 AM
Updated : 20 Oct 2018, 11:11 AM

বাফুফেতে শনিবার পেশাদার লিগ কমিটির সভা শেষে ভেন্যুর তালিকায় শেখ জামাল স্টেডিয়াম যোগ হওয়ার বিষয়টি জানান কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

"ক্লাবগুলোর আবেদনের মুখে ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ক্লাবগুলো চাইছে ঢাকার বাইরে খেলতে, আমরা সম্মতি দিয়েছি। কারণ, আমরাও চাই ঢাকার বাইরে খেলা হোক।"

"ঢাকার বাইরে যেহেতু মাঠে দর্শক আসে, টিকেট বিক্রি থেকে আসার অর্থের বড় অংশ পাবে ক্লাবগুলো। আমরাও চেয়েছি দর্শক মাঠে আসুক; ক্লাবগুলোও লাভবান হোক।”

শুরুতে লিগ কমিটি ৮টি ভেন্যুতে লিগের খেলা আয়োজনের কথা জানিয়েছিল। পরে দুটি কমিয়ে ৬টি ভেন্যুর অনুমোদন দেয় কমিটি। শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের সঙ্গে যোগ হলো ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম।

আগামী ২৭ অক্টোবর ফেডারেশন কাপ নিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফেডারেশন কাপ শেষের পর লিগ শুরু হবে বলে জানালেও নির্ধারিত দিন-তারিখ ঠিক হয়নি বলে জানান মুর্শেদী।