আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী, গিটারিস্ট আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 05:41 AM
Updated : 18 Oct 2018, 05:41 AM

এক শোক বার্তায় তিনি এই শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে আইয়ুব বাচ্চুকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যান্ড দল  এলআরবির  লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। তার বয়স হয়েছিল ৫৬ বছর।