প্রধানমন্ত্রী মদিনায়

রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সুমন মাহবুব মদিনা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 07:35 PM
Updated : 17 Oct 2018, 08:52 PM

প্রধানমন্ত্রীকে বহনকারী সৌদি সরকারের বিশেষ বিমানটি বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় রাত ৯টায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় টার্মিনাল থেকে মদিনার উদ্দেশে রওনা হন।

মদিনায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।

মদিনায় পৌঁছেই হজরত মুহাম্মদ (স.) এর পবিত্র রওজাহ মুবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী রিয়াদে সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেন।

বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা।

তার আগে দুপুরে রিয়াদের রাজপ্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

সকালে কিং সৌদ প্যালেসে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার তিনি মক্কায় ফিরে ওমরাহ পালন করবেন।

শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।