সৌদি বাদশাহর ভোজে প্রধানমন্ত্রীর জন্য ১৪ রকম খাবার

সৌদি বাদশাহর প্রাসাদে মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ১৪ ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল।

সুমন মাহবুব রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 03:38 PM
Updated : 17 Oct 2018, 04:09 PM

বুধবার এই মধ্যাহ্ন ভোজের আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা প্রাসাদে পৌঁছলে বাদশাহ সালমান গাড়ি বারান্দা থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বৈঠক কক্ষে নিয়ে যান।

বৈঠকের পর বাদশাহ নিজে হেঁটে প্রধানমন্ত্রীকে খাবার ঘরে নিয়ে আসেন।

২০১২ সাল থেকে চারবার সৌদি আরব সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের মতো উষ্ণতা আর আন্তরিকতা আগে কখনও দেখিনি।”

বাদশাহ খাবার টেবিলে প্রধানমন্ত্রীকে আরবের খাবারগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

খাবারের মধ্যে ছিল স্যুপ, গরু ও মুরগির মাংস, চিংড়ি, নানা ধরনের মিষ্টান্ন ও ফলের রস।

প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা রিয়াদের কিং সৌদ প্যালেসে রয়েছেন।

বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।