প্রধানমন্ত্রীর সফরে সৌদির সঙ্গে ৫ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সুমন মাহবুব রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 03:32 PM
Updated : 17 Oct 2018, 03:32 PM

বুধবার সকালে রিয়াদে কিং সৌদ প্যালেসে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিইসি এবং সৌদি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাইমেনশনের মধ্যে একটি এবং সৌদি হানওয়া প্রকৌশল ও নির্মাণ সংস্থা এবং বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও সৌদি আরবের আল বাওয়ানীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে প্রতিটি সমঝোতা স্মারকে সই করে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।