বড় তৎপরতা চালানোর সক্ষমতা জঙ্গিদের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গিদের সক্ষমতা শেষ করে দেওয়া হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বড় কিছু করার সক্ষমতা জঙ্গিদের আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 01:18 PM
Updated : 17 Oct 2018, 01:18 PM

বুধবার বিকালে রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর দুটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নরসিংদীতে জঙ্গিরা পূজা বা নির্বাচনকে কেন্দ্র করে জড়ো হচ্ছিল কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “জঙ্গিদের তো একটা মোটিভ থাকে।

“তারপরও যেখানে তাদের খবর পাচ্ছি, তাদের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছি। আমি মনে করি তাদের সক্ষমতা শেষ করে দিয়েছি। বড়সর তৎপরতা চালানোর সক্ষমতা তাদের নেই।”

তিনি আরো বলেন, “তারপরও গোয়েন্দারা তৎপর, জনগণও তৎপর রয়েছে। জনগণও জঙ্গি-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়না।”

নরসিংদীর মাধবদীতে দুদিন ধরে ঘিরে রাখার পর সাত তলা নিলুফা ভিলায় নামের একটি বাড়ি থেকে সন্দেহভাজন দুই নারী জঙ্গি বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

এর আগে মাধবদীর বাড়িটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে পাঁচ তলা একটি বাড়িতে মঙ্গলবার সোয়াটের অভিযানে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে  এক নারীসহ  দুইজন নিহত হন।