ঋণ জালিয়াতির মামলায় এসএ গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

ঋণ জালিয়াতির মামলায় এসএ গ্রুপের মালিক শাহাবুদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 11:44 AM
Updated : 17 Oct 2018, 03:49 PM

চট্টগ্রামের এই ব্যবসায়ীকে বুধবার সকালে ঢাকার গুলশানের একটি কফি শপ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানিয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানায় গত বছর ১৫ নভেম্বর শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক এশিয়া। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

মামলায় প্রতারণা, আত্মসাৎ, ভূয়া ডকুমেন্ট দিয়ে ঋণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকের পাওনা এখন প্রায় ছয়শত কোটি টাকা।

মামলাটি সিআইডি’র অর্গানাইজ ক্রাইম ইউনিট তদন্ত করছে বলেন তিনি।

এদিকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে নেওয়া হলে মহানগর হাকিম শরাফুজ্জমান আনসারী ব্যবসায়ী শাহাবুদ্দিন আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসময় তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শেখ রাকিবুর রহমান জানিয়েছেন।

শাহবুদ্দিন আলম বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডেরও পরিচালক।

তার মালিকানাধীন এসএ গ্রুপের অধীনে তেল পরিশোধন, খাদ্য পণ্য, দুগ্ধজাত খাদ্যপণ্য, পানীয়, সিমেন্ট, বিদ্যুৎসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বাজারে এই গ্রুপের পরিচিত পণ্যগুলোর মধ্যে রয়েছে গোয়ালিনি কনডেন্সড মিল্ক, গুঁড়ো দুধ, মুসকান ড্রিংকিং ওয়াটার, সয়াবিন তেল, ঘি, আটা, ময়দা ইত্যাদি।