এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আশফাক হোসেন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) এস এম আশফাক হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 04:07 PM
Updated : 16 Oct 2018, 04:07 PM

তিন সপ্তাহ আগে ওই পদে এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলেও মঙ্গলবার সেই আদেশ বাতিল করে আশফাককে চেয়ারম্যান নিয়োগ দিয়ে নতুন আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালকে এনটিআরসিএর চেয়ারম্যান নিয়োগ দিয়ে গত ২৪ সেপ্টেম্বর আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার বিলালের ওই বদলির আদেশ বাতিল করে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) নিয়োগ দেওয়া হয়েছে।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গত ১৮ সেপ্টেম্বর এনটিআরসিএ’র চেয়ারম্যান এ এম এম আজহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর থেকে ওই পদটি শূন্য ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এনটিআরসিএ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ।

শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমেই বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের হাতে ছিল।