ঢাকেশ্বরীর পূজা মণ্ডপে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে নির্বিঘ্ন দুর্গা পূজা দেখে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও উস্কানিদাতার স্থান নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 02:20 PM
Updated : 16 Oct 2018, 02:20 PM

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’।

“যেখানে জঙ্গি, সেখানে সন্ত্রাস, সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনী ও  গোয়েন্দা সংস্থা সঠিক দিক-নির্দেশনায় কাজ করছে। তাদের ( জঙ্গি)  অবস্থান সনাক্ত করে জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে।”

সোমবার নরসিংদীর একটি জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। সেখানে আরেকটি আস্তানা ঘিরেও অভিযান চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা জঙ্গি  ও সন্ত্রাসীদের স্থান দিবে....  তাদের এবং সাম্প্রদায়িকতার উস্কানি দেবে, তাদের স্থান এদেশে নেই।”

পূজায় নিরাপত্তায় কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে র‌্যাব-পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বলে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, “আপনারা আপনাদের ধর্ম পালন করুন। সরকার নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে।”

শারদীয় দুর্গাপূজা সোমবার শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। এবার সারা দেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে পূজা হচ্ছে।