পূজায় কাউকে বিশৃঙ্খলা করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী 

শারদীয় দুর্গাপূজায় কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 05:21 PM
Updated : 15 Oct 2018, 05:21 PM

সোমবার রাতে ঢাকার ফার্মগেইটের খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা মণ্ডপে ষষ্ঠী পূজার উদ্বোধন করতে গিয়ে  এই হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী বলেন, “সারাদেশে পূজামণ্ডপগুলো নিরাপত্তার চাদরে যাতে আবৃত থাকে, সে ব্যবস্থা নিয়েছি। কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।”

সোমবার শুরু হওয়া দুর্গোৎসব শেষ হবে ১৯ অক্টোবর বিজয়ী দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় মণ্ডপ বেড়েছে ১১৯৫টি।

ঢাকায় ৬ হাজার ৮০৪টি, চট্টগ্রামে ৪ হাজার ৫০৬টি, সিলেটে ২ হাজার ৩৪১ টি, খুলনায় ৪ হাজার ৮৮৩টি, রাজশাহীতে ৩ হাজার ৫৪২টি, রংপুরে ৫ হাজার ৩৭১টি, বরিশালে ১ হাজার ৭২৪টি, ময়মনসিংহে ২ হাজার ১০১টি মণ্ডপে পূজা হবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেন, “ঢাকা মহানগরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। উৎসব আপনারা করেন, আমরা রাষ্ট্র আপনাদের পাশে আছি।”

এই মণ্ডপে পূজার অনুষ্ঠানে ভারতের বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা, এমডি ও সিইও চন্দ্র শেখর ঘোষ, কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহ, সনাতন সমাজ সংঘের সভাপতি সমীর চন্দ্র উপস্থিত ছিলেন।