আইপিইউ সম্মেলনে যোগ দিতে জেনেভা গেলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৯তম সাধারণ সভায় যোগ দিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় গেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 02:30 PM
Updated : 14 Oct 2018, 02:30 PM

১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্পিকার রোববার ঢাকা ছাড়েন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে ১৪ থেকে ১৮ আক্টোবর আইপিইউর সাধারণ সভা হবে।

এবারের সাধারণ সভার মূল প্রতিপাদ্য ‘প্লেসিং সায়েন্স অ্যাট দ্যা হার্ট অব পার্লামেন্টস, পলিসি মেকিং অ্যান্ড পিস’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার আইন প্রণেতা এবারের আইপিইউ সাধারণ সভায় অংশ নেবেন।

এবারের সভার আলোচ্যসূচিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ করা, যৌন হয়রানি বন্ধ করা, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসনের মত বিষয় অন্তর্ভুক্ত।

অন্যদের মধ্যে হুইপ ইকবালুর রহিম, মো. আব্দুল কুদ্দুস, এ বি তাজুল ইসলাম, মমতাজ বেগম, মো. হাবিবে মিল্লাত, কেএইচ আজিজুল হক, আশেক উল্লাহ রফিক, কামরুল লাইলা জলি, নাভানা আক্তার, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দলে।

এছাড়া সংসদ সচিব আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব (আইপিএ) আলী আশরাফ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রোগ্রাম অ্যন্ড নিউজ) এস এম মঞ্জুর, পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ, স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং হুইপ ইকবালুর রহিমের একান্ত সচিব মোরারজি দেশাই বর্মন রয়েছেন এই প্রতিনিধি দলে।

সফর শেষে ১৮ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।