ঢাকায় গ্যাসের চুলা থেকে আগুন, নিহত ১

ঢাকার উত্তরখানে গ্যাসের চুলা থেকে একটি বাড়িতে আগুন লেগে একজন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আরও সাতজন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 03:26 AM
Updated : 13 Oct 2018, 11:28 AM

শনিবার ভোরে অগ্নিকাণ্ডের পর অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে ফায়ার সার্ভিস।

চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মো. আজিজুল (২৭) নামে একজনের মৃত্যু ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আজিজুলের শরীরের ৯৯ শতাংশ আগুনে পুড়েছিল।

আগুনের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ডাব্লু (৩৩), আনজু (২৫), আব্দুল্লাহ (৫), মুসলিমা (২০), পূর্ণিমা (৩৫), সুফিয়া (৫০) ও সাগর (১২)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, এদের মধ্যে আনজু ও আব্দুল্লাহ ছাড়া বাকিদের অবস্থা গুরুতর।

হতাহতরা তিনটি পরিবারের এবং একে অপরের আত্মীয়। তাদের সবার বাড়ি পাবনার ভাঙ্গুরায়। তাদের মধ্যে কেউ রিকশাচালক, কেউ পোশাক শ্রমিক।

ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে বলে উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন।

আহতদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে রান্না ঘরের চুলা জ্বালতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়।”