তিন গুণীজনকে ঢাবি অ্যালামনাইয়ের সম্মাননা

রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য তিন গুণীজনকে সম্মাননা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 06:29 PM
Updated : 29 Sept 2018, 06:29 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংগঠনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও বাংলা একাডেমীর রবীন্দ্র পুরষ্কার পাওয়া শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশানের আজীবন সদস্য।

এর আগে কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা সেখানে গান ও নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানের সম্মাননাপ্রাপ্তরা ছাড়াও প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বক্তব্য দেন।