শাহবাগে পুলিশের গুলিতে আহত ২, মিললো ‘খেলনা পিস্তল’

ঢাকার শাহবাগে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ছিনতাইকারী আহত হয়েছে, যাদের একজনের কাছে পাওয়া গেছে ‘খেলনা পিস্তল’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 05:46 AM
Updated : 26 Sept 2018, 05:46 AM

মো. সালমান (৩৭) ও মো. কবির (৩৮) নামের ওই দুইজনকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে শাহবাগ শিশু পার্কের সামনের রাস্তায় বেরিকেড দিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছিল।

“এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে দুই আরোহীর একজন পিস্তল ও অন্যজন চাপাতি নিয়ে পুলিশের দিকে অগ্রসর হয়। পুলিশ তখন আত্মরক্ষায় তাদের পায়ে গুলি করে।”

এ সময় পুলিশ দুজনের পায়ে দুটি গুলি লাগে জানিয়ে ওসি বলেন, “পরে ছিনতাইকারীদের পিস্তলটি পরীক্ষা করে দেখা যায় সেটি খেলনা।”

ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি মোবাইল ফোন ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, গ্রেপ্তার ওই দুইজন একটি ছিনতাইকারী চক্রের সদস্য, যারা মোটরসাইকেলে করে রাস্তার পাশের পথচারী ও রিকশার আরোহীদের ব্যাগ ও টাকা-পয়সা ছিনতাই করে আসছে।