উন্নয়নের পোস্টার নিয়ে সারা দেশে যাবে ‘মানবিক পদক্ষেপ’

সরকারের উন্নয়নের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত একটি পোস্টার দেশজুড়ে প্রচার করবে সামাজিক সংগঠন মানবিক পদক্ষেপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 02:25 PM
Updated : 25 Sept 2018, 02:25 PM

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে ‘মোদের আশা’ শীর্ষক এই পোস্টারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রুবেল শঙ্কর বলেন, “সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে যারা পৌঁছে দিচ্ছেন, তাদের সাথে সামিল হয়ে সেই কাজটা তৃণমূলের মানুষের কাছে নিয়ে যেতে চাই আমরা। তবে উন্নয়নের প্রচারগুলো যেন নান্দনিক হয়, সেখানে যেন শিল্পের ছোঁয়া, নান্দনিকতার ছোঁয়া থাকে।”

সংসদ সদস্য কবি কাজী রোজী অনুষ্ঠানে বলেন, “বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছে।”

দেশকে আরও এগিয়ে নিতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অভিনেতা জিয়াউল হাসান কিসলু অনুষ্ঠানে বলেন, “আমরা দেশের জন্য, ভৌগলিক স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। এদেশের যুবকদের কাজ হবে কর্মক্ষেত্রে গিয়ে দুর্নীতি রোধ করা। সরকারি-বেসরকারি যে যেই চাকরিই করুন, আপনারা যদি দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেন, তাহলে সেটাই হবে আপনাদের মুক্তিযুদ্ধ।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লাকে ‘যুববন্ধু সম্মাননা-২০১৮’ দেওয়া হয়।

অন্যদের মধ্যে জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আসলাম সানী, ভাস্কর ও চিত্রশিল্পী সেলিম আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।