কুকুরের কালাভুনা ‘অপপ্রচার’, দাবি নিরব মালিকের

ঢাকার নাজিমউদ্দিন রোডের নিরব হোটেলে ‘কুকুরের মাংসের কালাভুনা’ খাওয়ানো হচ্ছে বলে যে আলোচনা ফেইসবুকে চলছে, তা ‘অপপ্রচার’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।   

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 02:13 PM
Updated : 25 Sept 2018, 02:13 PM

মঙ্গলবার ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরব হোটেলের মালিক আনোয়ার হোসেন আনু বলেন, এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন।

“১৯ সেপ্টেম্বর রুদ্র সাইফুল নামে এক ব্যক্তি তার ফেইসবুকে লিখেছেন, নিরব হোটেলে কুকুরের মাংসের কালাভুনা করে খাওয়ানো হচ্ছে। তিনি আরো লিখেছেন, নিরব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।”

গত সপ্তাহে ফেইসবুকে ওই পোস্ট আসার পর অনেকেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ আবার জানতে চেয়েছে- বিষয়টি সত্যি কি না।

সংবাদ সম্মেলনে আনুর ভাতিজা আমিনুর রহমান এজাজ বলেন, “এ ধরনের খবর মিথ্যা ও বানোয়াট।”

ফেইসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এজাজ বলেন, “আমাদের ৫০ বছরের ঐতিহ্য। এ ধরনের অপপ্রচারে আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।”

অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় নিরব হোটেল কর্তৃপক্ষের এই সংবাদ সম্মেলন থেকে।