আইইউবির বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ওষুধ ব্যবহারের গুরুত্ব পৌঁছে দিতে নানা আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করল ইন্ডিপেনডেন্ট  ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 01:43 PM
Updated : 25 Sept 2018, 01:43 PM

মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় নিজস্ব ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ।

আইইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা সভার।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন।  

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক। আলোচনায় আইইউবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির শিক্ষকরা অংশ নেন।

দিনটি উদযাপন উপলক্ষে আইইউবি ক্যাম্পাসে বেশ কয়েকটি বুথ স্থাপন করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও সেখানে রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষার ব্যবস্থা রাখা হয়।

২০০৯ সালে  তুরস্কের  ইস্তানবুলে  ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (এফআইপি) সারা বিশ্বের ফার্মাসিস্ট প্রতিনিধিদের সম্মেলনে সর্বসম্মতভাবে প্রতি বছর ২৫ সেপ্টেম্বরে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালনের আহ্বান জানায়।

সেই ধারাবাহিকতায় এ দিনটি পালন হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ফার্মাসিস্টরা আপনার ওষুধ বিশেষজ্ঞ’।