চালককে মারধরের পর মহাখালী বাস টার্মিনালে বিক্ষোভ

একজন চালককে মারধরের পর বিক্ষোভ করেছে ঢাকার মহাখালীতে আন্তঃজেলা বাস টার্মিনালভিত্তিক পরিবহন শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 07:11 PM
Updated : 24 Sept 2018, 07:11 PM

সোমবার মধ্যরাতে বিক্ষোভের পাশাপাশি পরিবহন শ্রমিকরা এলোমেলোভাবে বাস রেখে সড়ক অবরোধের পাশাপাশি মঙ্গলবার থেকে ধর্মঘটের হুমকিও দেয়।

তবে পুলিশ জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সদু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে ঢাকা-নেত্রকোনা রুটের একটি বাস ঢাকায় ঢোকার পর মহাখালী টার্মিনালের আগে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিল।

কিন্তু অন্য গাড়ি সামনে থাকায় পাম্পে ঢুকতে পারছিলেন না বলে বাসটির চালক সাইফুল হর্ন বাজালে রাস্তার পাশে থাকা কয়েকজন যুবক প্রতিবাদ করেন।

এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকরা গাড়িতে উঠে চালক সাইফুলকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে জানান সদু।

তিনি বলেন, “মারধর করা ছাড়াও যুবকরা গাড়ির সেদিনের ট্রিপের টাকাও নিয়ে চলে যায়।”

সাইফুলকে মারধরের পর খবর মহাখালী টার্মিনালে পৌঁছলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং টার্মিনালের সামনে গাড়ি এলামেলো রেখে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ সেখানে গেলে তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। 

বনানী থানার এসআই নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দেড় ঘণ্টা রাস্তা বন্ধ থাকার পর রাত ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতিও এখন স্বাভাবিক।

এদিকে শ্রমিক নেতা সদু বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বিচারে দাবিতে আমরা কাল থেকে পরিবহন চলাচল বন্ধ রাখব।”

মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, টার্মিনালের আশপাশে একটি চক্র রয়েছে, যারা এভাবে বাসচালকদের উপর হামলা করে টাকা ছিনিয়ে নেয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশের কাছে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।