সরকারি হল আরও ৪৩ স্কুল

মেয়াদের শেষ দিকে এসে আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 01:25 PM
Updated : 15 Jan 2022, 10:55 AM

২৪ সেপ্টেম্বর থেকে এসব বিদ্যালয়ে সরকারি করে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

সেই ধারাবাহিকতায় চলতি বছরে শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।