মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

রাজধানীর মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 04:34 AM
Updated : 24 Sept 2018, 04:34 AM

সোমবার ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এ দায়িত্বরত সহকারী পুলিশ সুপার সাইফুল মালিকের ভাষ্য।

নিহত আসাদুলের (৩০) ঠিকানা বিএনপি বাজার গলি।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক চোরাচালান ছাড়াও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

সাইফুল মালিক বলেন, একদল  মাদক চোরাকারবারি বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন আহত হয়, অন্যরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে র‌্যাব কর্মকর্তা সাইফুল মালিক জানান।

তিনি বলেন, “নিহতের সঙ্গে একটি মানিব্যাগ পাওয়া যায়। সেখান থেকেই তার পরিচয় শনাক্ত করা হয়।”

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও এক হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান সাইফুল মানিক।