‘সাহিত্যরত্ন সম্মাননা’ হাসান আজিজুল হককে

এবারের আইএফআইসি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘সাহিত্যরত্ন’ সম্মাননা দেওয়া হল কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 12:00 PM
Updated : 22 Sept 2018, 12:00 PM

এবারের আয়োজনে সাহিত্য পুরস্কার পেলেন খসরু চৌধুরী ও শাকুর মজিদ।

শনিবার ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে হাসান আজিজুল হককে সম্মাননা এবং অন্য দুজনকে পুরস্কৃত করা হয়।

‘সুন্দরবনের বাঘের পিছু পিছু’ বইটির জন্য খসরু চৌধুরী এবং ‘ফেরাউনের গ্রাম’ বইটির জন্য শাকুর মজিদকে ‘সাহিত্য পুরস্কার ২০১৬’ দেওয়া হয়েছে।

বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য শ্রদ্ধার্ঘ্য হিসেবে হাসান আজিজুল হককে সম্মান দেওয়ার মধ্য দিয়ে এ বছরই প্রথম ‘সাহিত্যরত্ন সম্মাননা’ দেওয়া হয়।

হাসান আজিজুল হককে ১০ লাখ টাকা এবং খসরু চৌধুরী ও শাকুর মজিদকে ক্রেস্ট ও পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। এছাড়া আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।