শেষ হল দশম সংসদের ২২তম অধিবেশন

শেষ হল দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন, সংক্ষিপ্ত এই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ১০টি।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 04:10 PM
Updated : 20 Sept 2018, 04:10 PM

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা সংসদের এই অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল।

বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সরকারের মেয়াদের শেষ সময়ে বসা এই অধিবেশনে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল, সড়ক পরিবহন বিল এবং কওমী সনদকে স্বীকৃতি দেওয়ার বিলসহ মোট ১৮টি বিল পাস হয়েছে।

এই অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিস পাওয়া যায়। এর মধ্যে ৯টি গৃহীত এবং গৃহীত নোটিসের মধ্যে ৭টি সংসদে আলোচিত হয়। ৭১ এর ‘ক’ বিধিতে ৩০টি নোটিস আলোচনা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৮৪টি প্রশ্ন পাওয়া গিয়েছিল, যার মধ্যে ২৬টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য এক হাজার ৫০৪টি প্রশ্ন পাওয়া গিয়েছিল। তার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ৮১৫টির।