যুগ্ম-সচিব হলেন ১৫৪ কর্মকর্তা

সরকারের মেয়াদের শেষ ভাগে নির্বাচনের আগে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনের দেড় শতাধিক কর্মকর্তাকে যুগ্মসচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 03:16 PM
Updated : 20 Sept 2018, 03:16 PM

উপসচিব পদমর্যাদার এই ১৫৪ জন কর্মকর্তাকে যুগ্মসচিব করে বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

একটি প্রজ্ঞাপনে ১৪৯ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত ৫ জনের জন্য আলাদা প্রজ্ঞাপন হয়েছে। তাতে বলা হয়েছে, তারা উন্নীত পদে যোগদানের তারিখ হতে যুগ্ম সচিবের বেতন-ভাতা পাবেন।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা-2