ঢাবির খ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ১৫ শিক্ষার্থী

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 05:39 AM
Updated : 20 Sept 2018, 08:43 AM

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বছর ২ হাজার ৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৭২৬ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫ জন প্রার্থী৷

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযাগ করা যায় এরকম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি পরীক্ষার সিট-প্লান বিশ্ববিদ্যালয়ের জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd
 দেখতে বলা হয়েছে।