ঢাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগানকে ধারণ করে উদযপান হল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 06:09 PM
Updated : 19 Sept 2018, 06:09 PM

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোভাযাত্রার মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করেন।

শোভাযাত্রার পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সমিতির কার্যালয়ে সমিতির পরিবর্ধিত শহীদ চিশতী স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন এবং কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আবির, দপ্তর সম্পাদক রায়হানুল ইসলাম আবির, অর্থ সম্পাদক আব্দুল করিম, কার্যকরী সদস্য মাহদী আল মুহতাসিম নিবিড়, মুনির হোসাইনসহ সমিতির অন্যান্য সদস্যরা। 

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, “অনেক জায়গায় আমাকে বলা হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকেন্দ্রিক খবর অনেক বেশি, তখন আমি গর্ব সহকারে এই সংগঠনের কথা বলি। এটি আমাদের একটি অন্যতম শক্তি।”

উপ-উপাচার্য অধ্যাপক সামাদ বলেন, “সমিতির সদস্যদের বেশি করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পড়তে হবে, তাহলে জানার পরিধি বাড়বে।”