রাষ্ট্রপতির কাছে দুই দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পৃথকভাবে নিজেদের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোলৎস, ও উত্তর কোরিয়ার দূত পাক সং ইয়প।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 02:22 PM
Updated : 19 Sept 2018, 02:22 PM

বুধবার নতুন দুই দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। পাশাপাশি দেশগুটির সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয়, বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কও চমৎকার।”

রাষ্ট্রপতি এসময় দেশদুটির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে নতুন নতুন সম্ভাবনা খোঁজার আহ্বান জানান।

জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি, এই সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে দুই দেশে সফর বিনিময়েল ওপর গুরুত্ব দেন।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ প্রশংসা করেন নতুন জর্মান রাষ্ট্রদূত।

তিনি আশা করেন বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে এ বিষয়ে আরও সহযোগিতা দেবে।

অন্যদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রশংসা করেন আবদুল হামিদ। তিনি বলেন, এই সম্পর্ক উন্নয়ন দুই দেশকে ভবিষ্যতে সহযোগিতা করবে।

নতুন উত্তর কোরীয় দূত বলেন, তিনি তার কর্মকালে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নকে প্রধান্য দেবেন।

নতুন দূতরা সাক্ষাতের সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং তাদের কর্মকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান।

এর আগে দুই দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তারে পৃথকভাবে গার্ড অব অনার দেয়।