জগন্নাথ ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারামারি

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মারামারি হয়েছে স্থানীয়দের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 06:30 PM
Updated : 18 Sept 2018, 06:30 PM

পুরান ঢাকায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন লক্ষ্মীবাজারে মঙ্গলবার সন্ধ্যায় এই মারামারি বাঁধে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্র আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কয়েকজন বন্ধু চা খাচ্ছিলাম, এসময় স্থানীয় কয়েকজন এসে আমাদের উঠে যেতে বলে।”

তখন তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্থানীয়দের হামলায় হামলায় ফয়সাল, মাহিম, ছোয়াদ আহত হন বলে জানান আরাফাত। তাদের সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার খবর পেয়ে ক্যাম্পাসে থেকে ছাত্ররা ওই এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় কয়েকটি দোকান, একটি অটোরিকশা ভাংচুর হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ বিষয়ে সূত্রাপুর থানার ওসি আশরাফ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধাওয়া-পাল্টা ধাওয়ার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টির সমাধানে আগামীকাল বসব।”

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাটি জানেন না।