শনিবার শুরু হচ্ছে আইডিইবির জাতীয় সম্মেলন

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ঢাকা শনিবার শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 03:30 PM
Updated : 12 Sept 2018, 03:30 PM

২২তম এই জাতীয় সম্মেলন ও ৪১তম কাউন্সিল অধিবেশনের সঙ্গে পর্দা উঠবে ইঞ্জিনিয়ার ইনোভেশন এক্সপো ২০১৮ এর, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান।

তিনি জানান, শনিবার সকাল ১০টায় গণভবন থেকে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনীতি, মুক্তিযুদ্ধ, সমাজসেবা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতিতে জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন বিশিষ্ট প্রকৌশলীর হাতে আইডিইবি স্বর্ণপদক তুলে দেবেন।

তিনি বলেন, ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায়-বিশ্বমানের টিভিইটি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাওয়া এই সম্মেলনে ছয় শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী-শিক্ষার্থী, বিভিন্ন দেশের কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ ও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধিরা অংশ নেবেন।

তিন দিনের আয়োজনে কয়েকটি সেমিনার ও অধিবেশনে অংশ নেবেন আমন্ত্রিতরা।

সংবাদ সম্মেলনে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সহ-সভাপতি এ কে এম মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ও আব্দুন নুমান, প্রশিক্ষণ সম্পাদক ইদরীস আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।