ঢাকা রেজ্যুলেশন ঘোষণার মধ্যে দিয়ে শেষ হল দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনগুলোর সংগঠন ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেমবোসা)’ এর নবম সম্মেলন।
Published : 07 Sep 2018, 01:20 AM
আগামী এ বছরের জন্য ফোরামের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ভারত, বাংলাদেশ, ভূটান, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা এবং মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে আসেন বিদায়ী চেয়ারম্যান আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডা. গোলাজান এ. বাদি ও নতুন চেয়ারম্যান বাংলাদেশের সিইসি কে এম নূরুল হুদা।
নূরুল হুদা জানান, এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে ঢাকা প্রস্তাব পাস হয়। এই রেজ্যুলেশনে নয়টি বিষয়ে ফোরামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নির্বাচনের স্টেক হোল্ডারগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করা, নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় তদারক ও নিয়ন্ত্রণ করা, ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী সংস্থার প্রতি আস্থা তৈরি এবং সাইবার হুমকি থেকে নিরাপত্তা জোরদার করা অন্যতম।
‘সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেন, “আমাদের দেশে আমরা কীভাবে নির্বাচন করবো অন্যরা ঠিক করে দেবেন না। আমরাই ঠিক করবো। যার যার দেশের পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে কীভাবে নির্বাচন করবে। আমরা আমাদের লোকবল ও সক্ষমতা দিয়ে মতো চেষ্টা করবো, যাতে ফ্রি ফেয়ার নির্বাচন হয়।”