নদী সচেতনতা গড়তে ফুটবল খেলায় জিতল তুরাগ

তরুণদের মাঝে নদী সচেতনতা গড়ে তুলতে রাজধানীতে ফুটবল খেলার আয়োজন করেছে দুটি সংগঠন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 06:02 PM
Updated : 2 Sept 2018, 06:02 PM

চারটি দলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিল নদী আন্দোলন সংগঠন রিভারাইন পিপল এবং ইয়্যুথ অ্যান্ড স্পোর্টস।

নদী দিবসকে সামনে রেখে সেপ্টেম্বর মাসব্যাপী নদী সচেতনতামূলক বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানানো হয় রিভারাইন পিপলের সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঢাকার চারপাশের চারটি নদীর নামে ফুটবল দলগুলোর নাম দেওয়া হয় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা এবং বালু নদী দল।

শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে চূড়ান্ত পর্বে অংশ নেয় তুরাগ ও বালু নদী দল।

টুর্নামেন্টে তুরাগ বিজয়ী হয় ২-১ গোলে।

চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ এবং বিশেষ অতিথি ছিলেন মাইশা গ্রুপের পরিচালক অভি চৌধুরী ইশতিয়াক।

খেলা শেষে মোহাম্মদ এজাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরুণদের অংশগ্রহণে জনপ্রিয় ফুটবল খেলার মাধ্যমে নদী বাঁচাতে সচেতনতামূলক স্লোগানগুলো ছড়িয়ে দিতেই এই আয়োজন। এরপরে নদীর পাড়েই এ ধরনের আয়োজনে আগ্রহী আমরা।”

প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার হিসেবে এ বছর বিশ্ব নদী দিবস পালিত হবে ২৩ সেপ্টেম্বর।