ঢাবি ভর্তি: প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৩৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে; এবার প্রতি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2018, 11:01 AM
Updated : 29 August 2018, 01:06 PM

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে আগ্রহীরা মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত আবেদন করতে পেরেছেন। 

পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে এবার ২ লাখ ৭২ হাজার ৫১২জন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক-ইউনিটে ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৮২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। অর্থাৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৪৭ জন।

খ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৩৬ হাজার ২৫০ জনের। অর্থাৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৫ জন।

গ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭হাজার ৫৩৪জন আবেদন করেছেন।  এই ইউনিটে প্রতি আসনে লড়বে ২২জন।

ঘ ইউনিটে ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬২জন লড়বে।

আর চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন প্রার্থী আবেদন করেছেন এবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ সেপ্টেম্বর গ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষার সূচনা হবে।

এরপর ২১ সেপ্টেম্বর খ-ইউনিট, ২৮ সেপ্টেম্বর ক-ইউনিট, ১২ অক্টোবর ঘ-ইউনিট, ১৫ সেপ্টেম্বর চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের এবং ২২ সেপ্টেম্বর চ-ইউনিটের অংকন অংশের ভর্তি পরীক্ষা হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

আর ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ডাউনলোড করা যাবে।