একাদশ সংসদ: ৪০,৬৫৭ সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা ইসিতে

একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়েছে; এরমধ্যে ঢাকা অঞ্চলেই রয়েছে সবচেয়ে বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 02:03 PM
Updated : 26 August 2018, 02:03 PM

ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৯ অগাস্ট; নিষ্পত্তির শেষ তারিখ ৩০ অগাস্ট।

দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ৬ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে।

তফসিল ঘোষণার পর আসনভিত্তিক কেন্দ্রের তালিকার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার  ইসির উপ-সচিব আব্দুল হালিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য কেন্দ্রের খসড়া তালিকা করতে বলেছিলাম। সে অনুযায়ী ৪০ হাজারের বেশি কেন্দ্রের তথ্য পেয়েছি।”

এবার দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্র লাগছে। তাতে ভোটকক্ষ থাকবে অন্তত দুই লাখ।

আব্দুল হালিম খান বলেন, “নীতিমালা মেনেই ভোটকেন্দ্র করা হচ্ছে। এ নিয়ে আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত করা হবে। ৪০ হাজার ভোটকেন্দ্রের জন্যে দুই লাখের বেশি ভোটকক্ষ থাকবে। পুরুষ ও নারী ভোটারদের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হবে।”

ইসির অঞ্চলভিত্তিক খসড়া তালিকায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা

অঞ্চল

সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা

পুরুষ ভোটকক্ষ

নারী ভোটকক্ষ

মোট ভোটকক্ষ

রংপুর

৪,৪৬৮

১০,৭০৫

১২,৪২৫

২৩,১৩০

রাজশাহী

৫,০৮৭

১৩,১৫৭

১৪,৭৬৭

২৭,৯২৪

খুলনা

৪,৮০২

১১,৪৭৬

১২,৮৮২

২৪,৩৫৮

বরিশাল

২,৬১৯

৬,৫৪২

৬,৭১৪

১৩,২৫৬

ময়মনসিংহ

৫,৩৭৫

১১,৯৩১

১৩,২৯০

২৫,২২১

ঢাকা

৬,০৪৩

১৩,৭৮৮

১৪,৮১৬

২৮,৬০৪

ফরিদপুর

২,০৩৩

৬,৬৮১

৫,২২০

১১,৯০১

সিলেট

২,৮০২

৫,৫১৭

৫,৪৫৯

১০,৯৭৬

কুমিল্লা

৪,৪৫৮

১১,৩০৭

১১,৯৪৯

২৩,২৫৬

চট্টগ্রাম

২,৯৭০

৭,৮৪৫

৭,৯৮২

১৫,৮২৭

মোট

৪০,৬৫৭

৯৮,৯৪৯

১,০৫,৫০৪

২,০৪,৪৫৩

সর্বশেষ দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি।

ভোটকেন্দ্র নীতিমালায় বলা হয়েছে, গড়ে ২৫০০ ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং গড়ে ৬০০ পুরুষ ও ৫০০ মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।