ঈদযাত্রা: সদরঘাটে রাতের চাপের রেশ সকালেও

সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যে ঢল আগের দিন নেমেছিল, তার রেশ শেষ হতে সময় লেগেছে ঈদের আগের দিন মঙ্গলবার সকাল পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2018, 06:47 AM
Updated : 21 August 2018, 06:47 AM

রাতভর টার্মিনালে অপেক্ষমান যাত্রীদের নিয়ে মঙ্গলবার সকালে ৫৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়; এরপর টার্মিনাল অনেকটা হালকা হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের ভাষ্য।

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) দিনেশ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার ভোরেও যাত্রীদের খুব চাপ ছিল।কিন্তু সকাল ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।”

এদিন সকালে ৫৬টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সোমবার সারাদিন লঞ্চ ছেড়েছিল ১৭০টি।

যাত্রীদের অনেক চাপ থাকলেও আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান নৌ পুলিশের পুলিশ সুপার মো. আতিকুর রহমান বলেন।

তিনি বিডিনিউজ বলেন, “সদরঘাটকে কেন্দ্র করে নদীতে একসঙ্গে ১৩০ জন নৌপুলিশ দায়িত্ব পালন করছে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদ লঞ্চে উঠেছেন।”

নৌপুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের ২৬৭ জন সদস্য পালাবদল করে সদরঘাট এলকায় দায়িত্ব পালন করেছে বলে জানান পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, তাদের ৩২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার পাশাপাশি পুলিশের ২৪টি সিসি ক্যামেরায় সর্বক্ষণ নজরদারি হচ্ছে।